ফের এক গোয়েন্দা চরিত্রে বিদ্যা বালান, কবে মুক্তি? জানুন। এম ভারত নিউজ

admin

চার বছর পর ফের রুপোলি পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী বিদ্যা বালান।

0 0
Read Time:3 Minute, 10 Second

চার বছর পর ফের রুপোলি পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী বিদ্যা বালান। এবার তাঁকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সামনে এল ‘নিয়ত’ ছবির টিজার। গোয়েন্দা গল্প নিয়ে আসছেন বিদ্যা বালান। ছবিতে দেখা যাবে একটি খুন, অনেক সন্দেহজনক ব্যক্তি, এইসবের মাঝে একা অভিনেত্রী। চলতি বছরের ৭ জুলাই মুক্তি পাবে এই ছবি। ছবির মুখ্য চরিত্র মীরা রাও-এর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর পাশাপাশি দেখা যাবে রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, সাহানা গোস্বামী, অমিত্রা পুরি, নিকি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, শশাঙ্ক অরোরা, প্রাজক্তা কলি, দানেশ রাজভি, ইশিকা মেহেরা এবং মাধব দেবল। ছবির ট্রেলারটি রিলিজ হবে বৃহস্পতিবার।

ছবিতে থাকা বিদ্যার একটি লুক সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। একেবারে অনু লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সবুজ শার্ট, মেরুন রঙা সোয়েটার আর বাদামী রঙা ওভারকোটে দেখা মিলল বিদ্যার। কপালের কাছে চুল ছোট করে ছাঁটা, একটি আয়নার ঘা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সেই আয়নায় ধরা পড়ছে সম্ভাব্য অপরাধীর প্রতিফলন। মার্ডার মিস্ট্রির এই ছবির টিজারে অনেকেরই পছন্দ হয়েছে। কিন্তু, বিদ্যা বালানের লুক দেখে কিছু ফ্যানেরা অনুমান করেছেন যে ছবিটি ‘নাইভস আউট’ হলিউড সিনেমার রিমেক। লন্ডনে শ্যুট করা হয়েছে এই ছবি। ছবির টিজার দেখে ইতোমধ্যেই ফ্যানেরা এক মার্ডার রহস্যের এক রোমহর্ষক কাহিনীর ঝলক পেয়েছে। টিজার ছাড়াও ছবির পোস্টারও ফ্যানেদেরকে আরও উৎসাহিত করে গিয়েছে।

অভিনেত্রীকে এর আগে অনেক সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এছাড়়াও অভিনেত্রীকে ২০১৪ সালে ‘ববি জাসুস’ ডিটেক্টিভ ছবিতে দেখা গেছে। প্রায় চার বছর আগে অভিনেত্রীর ছবি মিশন মঙ্গল বড় পর্দায় মুক্তি পেয়েছিল। যদিও এর পরে শকুন্তলা দেবী, শেরনি, জলসা ছবিগুলি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এইসব ছাড়াও অভিনেত্রীকে প্রতিদিনই প্রায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাওয়া যায়। নানা ধরনের হাসির রিলস বানান তিনি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় খবর: বাহিনী নিয়েও বড় নির্দেশ বিচারপতি সিনহার। এম ভারত নিউজ

এবার পঞ্চায়েত নির্বাচনেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷

Subscribe US Now

error: Content Protected