0
0
Read Time:1 Minute, 37 Second
ফের একবার খবরের শিরোনামে মণিপুর। তবে এবার জাতি-দাঙ্গার কারণে নয়। এবার কারণটি একটু ভিন্ন। গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। বেশ কয়েক দিন আগেই বিয়ের ঘোষণা করেছিলেন তিনি। জল্পনা শেষ করে এবার সাতপাকে বাঁধা পড়লেন এই অভিনেতা। দীর্ঘ দিনের বান্ধবী মডেল লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে বিয়ের ছবি।
সূত্রের খবর, ২৯ নভেম্বরই মণিপুরের ইম্ফলে মেইতেই রীতি মেনে বিবাহ বন্ধনে বাধা পড়েন তিনি।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে রণদীপ এবং লিন দুজনকেই এ’দিন মণিপুরী পোশাকে দেখা যায়। সঙ্গে লিন পরেছিলেন সোনার গয়না ও পটলোই। যা মণিপুরের সাবেকি পোশাক। সঙ্গে রয়েছে মাথায় মুকুট। মাথা থেকে পা পর্যন্ত মুড়ে রয়েছেন সোনায়। একেবারে পৌরাণিক থিম পোশাক । এরপর মুম্বইতে রিসেপশন হবে বলেই জানা গেছে ।