ইস্তফা মনোহর খট্টরের, নয়া মুখ্যমন্ত্রী পদে কে? এম ভারত নিউজ

admin

আগামী লোকসভা ভোটে আসন রফা নিয়ে দুশ্যন্ত চৌতালার

0 0
Read Time:1 Minute, 51 Second

হরিয়ানায় নতুন মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন নয়াব সিং সাইনি। মনোহরলাল খট্টরের পদত্যাগের পরই সাইনিকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিজেপি-জেজেপি জোটের নেতারা। মঙ্গলবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। কুরুক্ষেত্রের সাংসদ তথা ওবিসি সম্প্রদায়ের মুখ সাইনিকে গত বছরই হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি করা হয়। এবার তাঁর কাঁধে মুখ্যমন্ত্রীর কুর্শির দায়িত্ব। বিজেপি বিধায়ক কিষাণ লাল মিড্ডা বলেন, “সবাই এখন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।”উল্লেখ্য, লোকসভা ভোটের আগে মঙ্গলবার সকালে ইস্তফা দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। মুখ্যমন্ত্রীর ইস্তফার পরেই গোটা মন্ত্রিসভা পদত্যাগ করেছে বলে জানা গিয়েছে। বিজেপি-জেজেপি জোট হরিয়ানায় সরকার গড়েছিল। বিজেপির থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন খট্টর। জানা গিয়েছে, আগামী লোকসভা ভোটে আসন রফা নিয়ে দুশ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টির সঙ্গে ব্যাপক সংঘাত তৈরি হয় খট্টরের। সংঘাতের জেরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তাফা দেন তিনি। মঙ্গলবার সকালে রাজ্যপাল বান্দারু দাত্তারেয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন খট্টর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপির ফাঁদে পা দেবেন না, CAA নিয়ে বিস্ফোরক মমতা। এম ভারত নিউজ

বিজেপির ফাঁদে পা না দেওয়ার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Subscribe US Now

error: Content Protected