গত মঙ্গলবার দু’টি বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে যায় লেবাননের রাজধানী বেইরুট। তার পরই শুরু হয় বিক্ষোভ । বন্দরের কাছে গুদামে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা ছিল। তা থেকেই ঘটে বিস্ফোরণ। সার হিসাবে ব্যবহার করা হবে বলে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট জড়ো করা হয়েছিল সেখানে । প্রশ্ন, বিস্ফোরণ ঘটতে পারে জেনেও ওই রাসায়নিক দিনের পর দিন ফেলে রাখা হয়েছিল কেন ? লেবাননের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, বিস্ফোরণে প্রায় ১৬০ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা ৬ হাজারের বেশি। ২০ জন এখনও নিখোঁজ । বদলে গিয়েছে বেইরুটের মানচিত্র । এই ঘটনাকে তুলনা করা হচ্ছে হিরোশিমা-নাগাশাকির বিস্ফোরণের ঘটনার সঙ্গে । সোমবার রাতে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, তাঁর সরকার পদত্যাগ করছে । এরপর প্রশাসনের বেশ কয়েকজন কর্তা পদত্যাগ করেন। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকের পরে কয়েকজন মন্ত্রীও পদত্যাগপত্র জমা দিয়েছেন । তবে, প্রধান্মন্ত্রীর বক্তব্য, তিনি দুর্নীতিগ্রস্ত নন দুর্নীতির শিকার হয়েছেন। এবং, তারপরেই তিনি ঘোষণা করেন, তাঁর সরকার ইস্তফা দিচ্ছে ।
