
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ উডল্যান্ডসে এসেছে পৌঁছন দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ৷ সেখানে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর সমস্ত মেডিকেল রিপোর্ট দেখে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে বিশেষ আলোচনায় বসেন । আর তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, বুধবারই হাসপাতাল থেকে ছাড়া হবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে । এই মুহূর্তে মহারাজের সমস্ত শারীরিক প্যারামিটার একেবারে সাভাবিক রয়েছে, চিকিতসা একেবারে সঠিক পথেই এগিয়েছে, অতএব চিন্তার কোন কারণ নেই বলেও জানানো দেবীবাবু । বাড়ি ফিরে সম্পূর্ণ সুস্থ জীবন কাটাতে পারবেন তিনি এছাড়াও খাওয়া দাওয়াও একেবারে সাভাবিকই থেকবে । কয়েকদিন পরে আরও দু’টি অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হলে তিনি শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন । ইতিমধ্যে সৌরভের ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে ৷ বাঁ-দিকের ধমনীতেও আরও দু’টি ব্লকেজ রয়েছে ৷ সেখানেও দু’টি স্টেন্ট বসানো হবে বলে জানা গিয়েছে ৷