‘সন্ত্রাসে জড়িয়ে,এদেশের সর্বনাশ করতে আসছে রোহিঙ্গারা’, দাবি দিলীপের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 19 Second

ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর পর এবার রোহিঙ্গাদের নিয়ে সরব দিলীপ ঘোষ। বৃহস্পতিবার জলপাইগুড়িতে চায়ে পে চর্চায় রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে মুখ খোলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তাঁর দাবি, “রোহিঙ্গারা কারও ভোটার নয়। ওরা এ দেশে আসছে এ দেশের সর্বনাশ করতে আর বর্তমান রাজ্য সরকার ওদের সাহায্য করছে।”

রোহিঙ্গা প্রসঙ্গে তাঁর বক্তব্য, “রোহিঙ্গাদের নিয়ে প্রত্যেকেই উদ্বিগ্ন, শুধু এই রাজ্যের  শাসকদল এবং সরকার বাদে। অথচ বর্তমান পরিস্থিতি বলছে, গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই রোহিঙ্গারা। পশ্চিমবঙ্গ সরকার একপ্রকার সহযোগিতা করেই হাজার হাজার এই রোহিঙ্গাদের এই রাজ্যে ঢুকতে দিচ্ছে। ভারত -বাংলাদেশের মধ্যে যে ১০০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া নেই, তারই সুযোগ নিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে। গোটা দেশে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা।” এদিন দিলীপ স্পষ্ট দাবি করেন, “এই রোহিঙ্গা শরণার্থীরা দেশের বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্মেও যুক্ত।” দিলীপের এই বিতর্কিত মন্তব্যের জেরে রাজনৈতিক তরজা আপাতত তুঙ্গে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এই রোহিঙ্গা প্রসঙ্গে মুখ খুলে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার সেই একই প্রসঙ্গেই মুখ খুলে বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পাকদলের জয়ে উচ্ছ্বসিত হলেই রাষ্ট্রদোহের মামলা , হুমকি যোগীর । এম ভারত নিউজ

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেই সেই ব্যক্তির বিরুদ্ধে দায়ের হবে রাষ্ট্রদ্রোহের মামলা,এবার এমনটাই হুমকি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে প্রথমবার ভারতকে হারাতে সক্ষম হয় বাবর আজমের দল। এরপরেই কাশ্মীরের অনেক পড়ুয়াই পাকিস্তানের জয়ের উল্লাসে ফেটে পড়েন। এরপরেই পরিস্থিতি সরগরম হয়ে […]

Subscribe US Now

error: Content Protected