Read Time:1 Minute, 21 Second
নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ সিউড়ি রেল গেটের কাছে ছিনতাইয়ের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার ২। সোমবার ভোরে সিউড়ি দু’নম্বর ব্লকের কয়বোনা গ্রামের শেখ কদম নামে এক ব্যবসায়ী ওই এলাকা দিয়ে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেইসময় দুই যুবক তাঁর পথ আটকায়। ভয় দেখিয়ে টাকা হাতানোর চেষ্টা করে। না দিলে ওই ব্যবসায়ীকে খুর দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। প্রাণনাশের ভয়ে তাঁর কাছে থাকা টাকাপয়সা ও মোবাইল ছিনতাইবাজদের দিয়ে দেন তিনি। পরে আক্রান্ত ব্যক্তি সিউড়ি থানায় অভিযোগ জানালে পুলিশি তৎপরতায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

আক্রান্ত ব্যক্তির দাবি এর আগেও এমন ঘটনা ঘটেছে। তখনও পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। তবে তেমন কোনো স্বতস্ফূর্ততা দেখা যায়নি পুলিশের তরফে। তবে এবার অভিযোগ পেয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।