Read Time:1 Minute, 19 Second
২০২০ অর্জুন পুরস্কারে ভূষিত কমনওয়েলথ গেমসে রুপোজয়ী ডাবলস শাটলার সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি করোনা আক্রান্ত । আমালাপুরম থেকে কুড়ি বছর বয়সী এই অ্যাথলিট নিজেই তাঁর অসুস্থতার কথা জানিয়ে বলেছে, কয়েকদিন আগে অ্যান্টিজেন টেস্ট করানো হলে সেই রিপোর্ট পজিটিভ আসে তাঁর। আপাতত সেলফ আইশোলেশনেই রয়েছেন তিনি । তবে, তাঁর শরীরে কোন উপসর্গ দেখা না গেলেও সুস্থ হয়ে ওঠার জন্য ওষুধ খাচ্ছেন তিনি । তিনি আরও জানিয়েছেন যে তাঁর পরিবারের আর কেউই ভাইরাসে আক্রান্ত নন ।

ক্রীড়াজগতে মারণ ভাইরাসের নতুন শিকার পার্টনার চিরাগ শেট্টির সঙ্গে জুটি বেঁধে সাম্প্রতিক সময়ে দেশের হয়ে ডাবলস ব্যাডমিন্টনে জোয়ার এনেছেন সাত্বিক।কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, এই সম্মান টোকিওর পদক জয়ের ব্যাপারে আরও মোটিভেট করবে তাঁকে।
