প্রশাসনের ওপর আস্থা হারিয়েছে তৃণমূল, দাবি বিজেপির । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 46 Second

নিজস্ব সংবাদদাতা, পুর্ব মেদিনীপুর:

পূর্ব মেদিনীপুর পটাশপুরের কাছ থেকে ওভারলোডিং লরি আটকে প্রশ্নের মুখোমুখি হতে হল তৃণমূলকে। জানা যাচ্ছে আজ উড়িষ্যা থেকে পূর্ব মেদিনীপুর পটাশপুরের দিকে আগত বেশকিছু বালি ও পাথর ভর্তি ওভারলোডিং লরিকে আটক করা হয়। সূত্রের খবর অনুসারে জানা গেছে এই লরি গুলি মূলত যাচ্ছিল ভগবানপুর ২ ব্লকের আড়গোয়াল এলাকায়। কিন্তু পটাশপুর-ললাট রাজ্য সড়কের পটাশপুর থানার অন্তর্গত খড়াই মোড়ের কাছে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের গাড়ি গুলিকে আটক করতে দেখা যায়। এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব দেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা জানায়,” রাস্তা খারাপ, ওভার লোডিং গাড়ি যাওয়া নিষিদ্ধ, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, ওভার লোডিং গাড়ি যাতে না চলে রাস্তায় ।সেক্ষেত্রে রাজ্য সরকারের কথা মান্যতা দিয়ে আমরা ওভারলোডিং গাড়ি আটক করি। তবু গাড়ি গুলি রাজ্য সড়ক দিয়ে জোর পূর্বক যাচ্ছে। তাই আমরা আটকাচ্ছি, পুলিশ এলে পুলিশের হাতে তুলে দেব।

তবে প্রশ্ন থেকে যাচ্ছে এখানেই। এক্ষেত্রে এই কাজ প্রশাসনের করার কথা তবে সেখানে তৃণমূল নেতৃত্বের তদারকি কারণ কি? লরি চালক বলেন ,”আমাদের পাথর বোঝাই গাড়ি উড়িষ্যার জলেশ্বর আসছে। তা আনলোড হওয়ার কথা আড়গোয়াল এলাকায়। কিন্তু তাঁর আগেই আমাদের গাড়ি আটকানো হয়। “এ বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন , “বালি গাড়ি, চিপস গাড়ি, পাথর গাড়ি তৃণমূল আটকাচ্ছে । মনে হয় তৃণমূলেরও পুলিশের ওপর আস্থা নেই। নয়তো প্রশাসন ভেঙে পড়েছে। তাই নিজেদের মুখ রক্ষার জন্য রাস্তায় নেমেছে তৃণমূল। গোটা পশ্চিম বাংলাকে তাঁবেদারে পরিনত করা হয়েছে, সরকার না কি পার্টি কে রাজ্য চালাচ্ছে বোঝা যাচ্ছে না ! এর তীব্র ধিক্কার জানাই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নীরজ শর্মাকে বড় সম্মান এআইএফের তরফে । এম ভারত নিউজ

ইতিহাস তৈরি করেছে নীরজ শর্মা। আর সেই দিনটিকে সত্যিই ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখতে নয়া সিদ্ধান্ত নিল এএফআই। প্রতিবছর ৭ই আগস্ট দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য জাতীয় স্তরের জ্যাভলিন প্রতিযোগিতার ঘোষণা করল অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া । ভারতীয় ক্রীড়া অনুরাগীদের মনে এই দিনটিকে উজ্জ্বল করে রাখতেই এই সিদ্ধান্ত নিল এএফআই। মূলত ওই […]
sports_720

You May Like

Subscribe US Now

error: Content Protected