রাত পোহালেই প্রথম দফার ভোট পশ্চিমবঙ্গে। তার মাত্র একদিন আগেই জঙ্গলে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তপ্ত শালবনি। শুক্রবার সকালে শালবনির বাগমারি এলাকার জঙ্গল থেকে ঝুলত অবস্থায় উদ্ধার করা হয় বিজেপি কর্মী লালমোহন সোরেনের দেহ। স্থানীয় বিজেপি নেতা কর্মীরা জানিয়েছেন, সম্প্রতি দেওয়াল লিখনকে কেন্দ্র করে লালমোহনের সাথে বচসা হয়েছিল তৃনমূলের। লালমোহন এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী যে ওই বচসার জেরেই তৃনমূলের দুষ্কৃতিরাই খুন করে ঝুলিয়ে দিয়েছে লালমোহনকে। তাঁদের অভিযোগ সরাসরি তৃনমুলের দিকে।
পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। গত বুধবার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর অগ্নিগর্ভ রূপ ধারণ করেছিল কোচবিহারের দিনহাটা। তখনো বিজেপির তরফে দায়ী করা হয়েছিল তৃনমূলকেই। তার ৪৮ ঘন্টার মধ্যেই আবারও একই অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি তৃনমূলের তরফে।