Read Time:1 Minute, 14 Second
করোনা আক্রান্ত কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার নিজেই টুইট করে মন্ত্রী জানান, তিনি মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের দ্রুত করোনা পরীক্ষা করানোর আবেদন করেন তিনি। তবে, করোনা আক্রান্ত হলেও শারীরিকভাবে মোটের উপর সুস্থই আছেন স্মৃতি ইরানি। চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন তিনি। এখনও পর্যন্ত হাসপাতালে ভরতি হওয়ার প্রয়োজন পড়েনি। প্রসঙ্গত, মঙ্গলবারই করোনা পজিটিভ হয়েছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়ালে।

এবার আক্রান্ত হলেন মোদী ঘনিষ্ঠ স্মৃতি ইরানি। তবে চিন্তার বিষয় হল, কেন্দ্রীয় বস্ত্র বিভাগের মন্ত্রী স্মৃতি ইরানি গত কয়েকদিনে বিহার বিধানসভা নির্বাচনের জন্যে একের পর এক জনসভায় যোগ দিয়েছিলেন।