কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার প্রশাসক কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমেন্দু অধিকারী। যদিও তার ইস্তফাকে ঘিরে নানান প্রশ্ন সামনে আসে । পরবর্তীতে শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন সৌমেন্দু অধিকারীও । সৌমেন্দু অধিকারীর পদত্যাগের পর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার প্রশাসক কমিটির সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহন করলেন মামুদ হোসেন, সুপ্রকাশ গিরি ও রত্নদ্বীপ মান্না। দায়িত্বভার গ্রহন করেই পূর্বতন পৌর প্রধান ও পৌর কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন মামুদ হোসেন। হিসেবের খাতায় এক ভয়ঙ্কর গরমিল। তিনি বলেন এলাকার উন্নয়নের নামে বিভিন্ন দুর্নীতি হয়েছে পৌরসভায়। শুধু তাই নয় পাশাপাশি দুর্নীতি করা হয়েছে একাধিক তহবিলে ,নয় ছয় করা হয়েছে বহু কোটি টাকা।

ভোটের আগে দলবদল করা হল কি এই কারণেই তাহলে? প্রশ্ন উঠছে সাধারন জনগনের মনে । মাহমুদ হোসেন জানিয়েছেন দুর্নীতিমুক্ত পৌরসভা গঠনের লক্ষ্যে এগিয়ে যাবেন তিনি। চেষ্টা করবেন সর্বোচ্চ সাধারণ মানুষের পাশে থাকার। ক্ষমতায় আসার পর আরও অভিযোগ সামনে নিয়ে আসেন মাহমুদ হোসেন স্বয়ং, বলেন পার্টি অফিস তৈরি করা হয়েছিল এই পৌরসভার তরফ থেকে যা নিয়মমাফিক পরিচালিত হয় না, তবে এবার সরকারি নির্ধারিত সময়ে অফিস খোলা হবে এবং সাধারন মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ শোনা হবে। পাশাপাশি শহর এলাকায় উন্নয়ন বাড়াতে এই পৌরসভা় এগিয়ে থাকবে সর্বদা।