
১৬ জানুয়ারি, শনিবারঃ আজ থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের প্রথম দফার টিকাকরণ। টিকাকরণের প্রথম দিনেই লাদাখ সীমান্তে থাকা ৪০০০ সেনা-জওয়ানকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। টিকাকরণ করা হবে লে ও নিয়ন্ত্রণ রেখায় নিযুক্ত সেনা-জওয়ানদেরও।
প্রসঙ্গত, গতবছর চিনা সৈনিকরা গালওয়ান ভ্যালিতে নিরস্ত্র ভারতীয় সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। তাই প্রচন্ড শীতেও সীমান্তে চিনা সৈনিকদের অনুপ্রবেশ আটকাতে সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়নি ভারতীয় সেনা জওয়ান দের।

করোনা টিকাকরণের পর পর্যবেক্ষণে রাখার জন্য ধাপে ধাপে সীমান্তে প্রহরারত জওয়ানদের পর্যবেক্ষণে রাখা যাবে। যাঁরা লে সীমান্তে একেবারে পাহারা দিচ্ছেন, তাদের সেখান থেকে নামিয়ে এনে করা হবে ভ্যাকসিনেশন এবং তারপর তাদের আবার সীমান্তে পাঠিয়ে দেওয়া হবে। কারণ সেখানে করোনা সংক্রমণের কোনও সম্ভাবনা থাকে না। নর্থ ফ্রন্টিয়ারের পাহারারত জওয়ানদেরই মূলত করোনা ভ্যাকসিন দেওয়া হবে। ধাপে ধাপে চলবে এই প্রক্রিয়া। যদিও সীমান্তে হাজার হাজার সেনা প্রহরা দিচ্ছেন। সেক্ষেত্রে মাত্র ৪০০০ সেনার ভ্যাকসিনেশন হবে। যা অত্যন্তই সামান্য, সেক্ষত্রে প্রয়োজন আরও টিকাকরণ-এর। কাজেই তা সীমান্তে পাহারারত জওয়ানদের খুব একটা সুবিধা হবে বলে মনে করছে না একাংশ।