লিওনেল মেসি থাকছেন বার্সাতেই । মাত্র ১২বছর বয়সে বার্সেলোনার ফুটবল অ্যাকাডেমি ‘লা মাসিয়া’-তে যোগদান করেছিলেন মেসি আর তারপর থেকেই এই ক্লাব পরিবারের এক সদস্য হয়ে ওঠেন তিনি । মনে করা হচ্ছে মেসির থেকে যাওয়ার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে । এক, ক্লাবের প্রতি আবেগ আর ভালোবাসা । দুই, বার্সা ছাড়লে আঘাত পড়তে পারত তাঁর ইমজে । তিন, বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তিমিউ জানিয়ে দিয়েছিলেন, মেসি যদি ক্লাব ছাড়েন সেক্ষেত্রে তাঁকে ৭০০ মিলিয়ন ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬,১৪৪ কোটি টাকা দিতে হবে । যা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মেসি । ম্যাঞ্চেস্টার সিটিকে মেসির এই অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হলে সেই বিষয়েও ম্যান সিটি নীরব ছিল । ইন্টার মিলান কিংবা জুভেন্টাসও ওই অর্থ মেসির জন্য দিতে রাজি নয় । অতএব সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মেসি থাকছেন মেসিতেই, মেসি থাকছেন বার্সালোনাতেই ।
