0
0
Read Time:1 Minute, 24 Second
টানা ২৪ ঘণ্টার চেষ্টায় শেষপর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে সমর্থ হলেন চিকিত্সকেরা। অভিনেতার হিমোগ্লোবিন ও প্লেটলেটের মাত্র অনেকটাই নেমে গিয়েছিল। ইতিমধ্যেই চার ইউনিট রক্ত দিতে হয়েছে তাঁকে । টানা ১৩ দিন সৌমিত্রর মস্তিষ্কের স্নায়ুর কোনও সাড়া নেই। এটাই এখন চিকিত্সকদের কাছে বড় চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এখনও একশো শতাংশ ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেতা। সঙ্কটমুক্ত নন অভিনেতা ।
রেডিওলজি, অ্যানাস্থেসিয়া ও সিটিভিএস সার্জেনরা মিলে সৌমিত্রবাবুর চিকিৎসার খেয়াল রাখছেন । এবার টার্গেট তাঁর তন্দ্রাচ্ছন্ন ভাব কাটানো । হার্ট ঠিক মত কাজ করছে, অক্সিজেন স্যাচুরেশনও ঠিকঠাকই আছে, ফুসফুসের সংক্রমণও নতুন করে বাড়েনি এবং রক্তচাপও স্থিতিশীল রয়েছে বলেই জানানো হয়েছে হাসপাতাল সূত্রে ।