হাথরস গণধর্ষণকাণ্ডের রেশ কাটতে না কাটতে গুরুগ্রামে গণধর্ষণের শিকার এক যুবতী।
ধর্ষণে বাধা দেওয়ায় ওই যুবতীকে মারধরও করে চার অভিযুক্ত। যার জেরে মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নির্যাতিতা। শনিবারের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ওইদিন রাতে সিকন্দরপুর মেট্রো স্টেশনে গুরুগ্রামের ফেজ-২-এর একটি রিয়্যাল এস্টেট অফিসে হেল্পারের কাজ করা রঞ্জন যাদবের সঙ্গে যুবতীর পরিচয় হয়। কথা হওয়ার পর তাঁর সঙ্গে রিয়্যাল এস্টেট অফিসে আসেন যুবতী।
সেখানে আগে থেকেই উপস্থিত ছিল পবন, পঙ্কজ কুমার ও গোবিন্দ যাদব নামে অপর তিন অভিযুক্ত।অফিসে চারজনকে দেখেই সন্দেহ হয় যুবতীর। তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ, তখনই যুবতীকে বাধা দেয় চার যুবক। লাথি-ঘুঁষি মেরে ফেলে দেওয়া হয় মাটিতে। পরে যুবতীর ওপর যৌন নির্যাতন চালায় অভিযুক্তরা। ঘটনার পর রাস্তার ধারে নির্যাতিতাকে ফেলে চলে যায় অভিযুক্তরা। বেসরকারি সংস্থার কিছু নিরাপত্তারক্ষী কান্নার আওয়াজ শুনে খবর দেন পুলিশকে। পুলিশ এসে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।