0
0
Read Time:1 Minute, 21 Second
খুব শীঘ্রই টিকটক-কে নিষিদ্ধ ঘোষণা করবে হোয়াইট হাউস ৷ TikTok-কে কিনতে আগ্রহী তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শনিবারের মধ্যেই তিনি TikTok-কে নিষিদ্ধ করতে চলেছেন ৷ পাশ করা হবে জরুরিভিত্তিক এক্সিকিউটিভ অর্ডার ৷ ভারতের পথ ধরে এবার আমেরিকাতেও নিষিদ্ধ হচ্ছে এই সোশ্যাল নেটওয়ার্কিং এন্টারটাইনিং অ্যাপটি। শুক্রবার সেই সিদ্ধান্তই ঘোষণা করেছেন ট্রাম্প নিজে । তবে আমেরিকায় নিষিদ্ধ করলেও মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপটির মালিকানা কিনে নিতে আগ্রহ প্রকাশ করল বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট । তারা নাকি টিকটক কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও শুরু করেছে । এই চুক্তিটি সফল হলে লোকসানের হাত থেকে বেচে যাবে টিকটক কর্ণধার চিনা সংস্থা বাইটডান্স ।