আলু থেকে পেঁয়াজ। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে নাভিঃশ্বাস আমজনতার। এই পরিস্থিতিতে সাধারণের মানুষের কথা ভেবেঅত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি লেখেন, হয় কেন্দ্র অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিজেরা নিয়ন্ত্রণ করুক, নয়তো রাজ্যের হাতে পুরনো আইনি ক্ষমতা ফিরিয়ে দিক। মুখ্যমন্ত্রী স্পষ্টতই দাবি করেন, অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের কারণেই চাল-ডাল-তেল ও আলু-পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়েছে।
এদিকে, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপও করেছে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে জারি হয়েছে সরকারি নির্দেশিকা। মুখ্যসচিবের দফতর থেকে জারি ওই নির্দেশিকায় বলা হয়েছে, পাইকারি ব্যবসায়ীরা ২৫ মেট্রিক টন এবং খুচরো ব্যবসায়ীরা ২ মেট্রিক টনের বেশি পেঁয়াজ মজুত করতে পারবেন না। কালোবাজারি রুখতে শহরের বেশকয়েকটি বাজারে দফায় দফায় হানা দেয় ইবি।