
একুশের নির্বাচনের দ্বিতীয় দফায় আজ নন্দীগ্রামে মহাসংগ্রাম।পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রথম ভোটার হয়ে ভোট দিলেন বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকাল সকাল নন্দীগ্রামের নন্দনায়েকবাড় এলাকায় নন্দনায়কবাড় স্কুলে বাইকে চেপে ভোট দিতে এলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই দিন ভোট দিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১০০℅জেতার ব্যাপারে আশাবাদী হওয়ার কথা বললেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি বহিরাগত প্রসঙ্গে মমতা বন্দোপাধ্যাযকে কটাক্ষ মন্তব্য করলেন শুভেন্দু। নন্দীগ্রামের ভোটারদের কাছে তাঁর আবেদেন উন্নয়নের স্বার্থে মানুষ যাতে নির্ভয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় ।শুভেন্দু বলছেন, “কেউ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিনতেন না। রাজনীতিতে তিনি পরিচিতি পেয়েছেন রাজীব গান্ধীর জন্য। পরে তিনি রাজীব গান্ধীকেও প্রতারণা করেছেন। নন্দীগ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তৃণমূল হারছে এটা স্পষ্ট। আমি মেদিনীপুরের মানুষের জন্য কাজ করেছি আর তাঁরা আমায় বহু বছর ধরে চেনেন। তাঁরা সকলে আছেন। নিঃসন্দেহে বিজেপি জিতছে।” কেশপুরে তৃণমূলকর্মী খুনে দুঃখপ্রকাশ করে শুভেন্দু বলেন, ‘কী হয়েছে আগে দেখতে দিন। অসুস্থতার জন্যও কেউ মারা যেতে পারে। তৃণমূল বললেই তো আর হয়ে গেল না।’