0
0
Read Time:1 Minute, 21 Second
হলিউডের হার্টথ্রব রবার্ট প্যাটিনসন আর তার প্রেমিকা অভিনেত্রী সুকি ওয়াটারহাউস এর প্রেমকে ঘিরে উৎসাহের শেষ নেই ভক্তমহলে। এবার সুকিকে দেখা গেল প্যাটিনসন পরিবারের সাথে, লন্ডনের রাস্তায়ে। তাহলে কি সত্যি ই তারা গাঁটছড়া বাধতে চলেছেন? উত্তেজনা কমছেনা ভক্তদের।
ইতিপূর্বেই তাদের আনেকবারই একসাথে সবার সামনে আসতে দেখা গেছে। নিজেদের প্রেমকে তারা লুকিয়ে তো রাখেনি নি, বরং যথেষ্ট খোলাখুলি এবং স্বচ্ছই থেকেছেন এই তরুন অভিনেতা-অভিনেত্রী জুটি।
যদিও এখনি কোনো আংটি পরে থাকতে দেখা যায়নি সুকিকে। কিন্তু এই জুটি প্রথম থেকেই নিজেদের এই সম্পর্কের প্রতি যথেষ্ট দায়বদ্ধ থেকেছেন। পুরো লকডাউনই তারা একসাথে কাটিয়েছেন ইয়ুনাইটেড কিংডমে। রবার্ট যদিও এখনো ব্যাস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ” দ্য ব্যাটম্যান” এর জন্য। যা মুক্তি পেতে চলেছে ২০২২ তে।