Read Time:1 Minute, 19 Second
সামনেই বাংলা বিধানসভা ভোট আর তার আগেই বিপুল ভোটে বিজেপির জয় হল গুজরাট পৌরসভায়। বাংলায় লড়াইটা কাটায় কাটায় তাই গদি থাকবেনা গদি যাবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছু। তবেই গুজরাট পৌরসভার বিপুল ভোটে জয়লাভ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতারা।

গুজরাতের মোট ৩১টি জেলা পঞ্চায়েত, ৮১টি পুরসভা এবং ২৩১টি তালুকা পঞ্চায়েতের নির্বাচন হয়েছিল। গুজরাটে নির্বাচনের আগে ৭৮৬ আসন জিতেছে বিজেপি। ১৬৭ টি আসনে এই যে কংগ্রেস সরকার কংগ্রেস সরকার । তবে মোদিকেয়ার যে এবার ভালো ফলাফলের সঙ্গী এগিয়ে আছে কেজরিওয়ালের আম আদমি পর্টি।
শুধু পঞ্চায়েত ভোটই নয় পাশাপাশি পুরভোটে বিপুল ভোটে জয়লাভ করেছে গুজরাটে বিজেপি সরকার। এই নির্বাচনে গুজরাতের গোধরায় সাফল্য পেয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম।