দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। ৩০ অক্টোবর তাঁর কলকাতায় ফেরার কথা। তার আগের দিন অর্থাৎ ২৯ অক্টোবর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার কথা ধনখড়ের। স্বভাবতই আলোচনায় স্থান পেতে পারে বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। দিল্লি থেকে ফিরে একদিন বিশ্রাম নেওয়ার পরেই ১ নভেম্বর দার্জিলিঙের উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল। ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর ঠিকানা হবে দার্জিলিঙের রাজভবন।

বিজেপি সঙ্গ ত্যাগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে সম্প্রতি ফের তৃণমূল ঘনিষ্ঠ হয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন প্রধান বিমল গুরুং। রাজ্যের শাসকদলের প্রতি তাঁর এই পক্ষপাতিত্ব ঘিরে ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ের রাজনৈতিক প্রেক্ষাপট। এই পরিস্থিতিতে স্বয়ং রাজ্যপাল টানা একমাস দার্জিলিঙে কাটানোর সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরে রাজ্যে আসতে পারেন অমিত শাহ। তাঁর সঙ্গে সেসময় বঙ্গ-বিজেপি নেতাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে।