Read Time:1 Minute, 8 Second
কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা বাতিলের যে আর্জি জানানো হয়েছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । তবে, পরিবর্তিত হতে পারে সময়সীমা । বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এমআর শাহের বেঞ্চ এমনটাই সিদ্ধান্ত জানিয়ে দিল । পরীক্ষা হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে । সেক্ষেত্রে পরীক্ষায় সময়সীমা ৩০ সেপ্টেম্বরের পরে আরও পিছোতে চাইলে আবেদন করতে হবে ইউজিসির কাছে । করোনা পরিস্থিতির জন্যে যেমন বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তেমনই যান চলাচলেরও তেমন কোন ঠিক ছিলনা, এ-ছাড়াও জনসমাগম এড়ানোর একটা ব্যাপার তো রয়েছেই। সেই কারণেই পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছিল অনেকে, তবে, সেই আবেদন নাকচ করল সুপ্রিম আদালত ।


