গতকাল জোরদার সাফল্যের সঙ্গে মেদিনীপুরে সভা করেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বাংলা সফরের দ্বিতীয় দিনে আজ বোলপুর যাচ্ছেন তিনি । আজ রবিবার বীরভূমে রোড শো করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শান্তিনিকেতনে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা আছে তাঁর । এরপর ঘুরে দেখবেন আশ্রম চত্বর ও একই সঙ্গে বিশ্বভারতী পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুরে বীরভূমের রতনপল্লীতে লোকশিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর । সেখানে গিয়ে গান শোনার পাশাপাশি তাঁর বাড়ির শিবমন্দিরে পুজোও দেবেন তিনি । সেখানেই মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও করা হয়েছে শাহের জন্যে এমনটাই সূত্রের খবর । তারপর ডাকবাংলো হয়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে রোড শো’তে অংশ নেবেন অমিত শাহ। ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বিজেপির মিছিলে থাকবেন তিনি । তারপরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন শাহ ।
বাংলাকে পাখির চোখ করে জোরদার কর্মসূচী চলছে বিজেপির । আসন্ন ভোটের আগে গতকালই তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ মন্তব্য করতে শোনা গেছে অমিতজিকে । এমকি সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীও ছাড়েননি তৃণমূলকে । এছাড়াও দলে দলে নেতা, বিধায়ক থেকে শুরু করে দলীয় কর্মীরা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন গতকালের সভায় । আজ ফের বিজেপির এই কর্মসূচী কি আকার নেবে সেটাই দেখার বিষয় । বিজেপির এই বাংলা সফর তৃণমূলের গলায় প্রায় কাঁটার মত বিঁধছে বলাই যায় ।