প্রবল ঝড় বৃষ্টির ফলে বিমান অবতরণে বাধা, গুরুতর আহত ৩ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 46 Second

সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন প্রান্তে চলছে ঝড়-বৃষ্টি আর তারই মাঝে কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণ করার সময় একটুর জন্য বেঁচে গেল ভিস্তারার ইউকে ৭৭৫ বিমান । বিকেল ৪টে বেজে ২৫ মিনিট নাগাদ অবতরণ করে বিমানটি। আজ ঝড় বৃষ্টির মধ্যেই বিমান অবতরণ করাতে গিয়ে একটা বড়সড় টার্বুলেন্সের মুখে পড়তে হয় এই বিমানে থাকা সমস্ত যাত্রীদের।খারাপ আবহাওয়ার কারণে অবতরণের সময় বিমানটি জোরে কেঁপে ওঠে। ফলে নামামাত্রই বড় দুর্ঘটনা এড়াতে পাইলট আচমকা এমার্জেন্সি ব্রেক প্রয়োগ করেন। যার ফলে টার্বুলেন্সের মুখে পড়ে বেশ কিছুটা আহত হন সকলেই, তার মধ্যে গুরুতর ভাবে আহত হয়েছেন ৩ জন। গুরুতরভাবে আহত হওয়া ওই তিন ব্যক্তির নাম, সুদীপ রায়, অনিতা আগারওয়াল, তিমিরবরণ দাস। জানা যায় এই ঘটনার পর দ্রুততার সঙ্গে সমস্ত আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয় কলকাতা বিমানবন্দর এর তরফ থেকে। তবে বর্তমানে গুরুতর ভাবে আহত হওয়া ৩ ব্যক্তিকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি বাকি সমস্ত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইয়াসে বিধ্বস্ত মানুষের পাশে নব প্রজন্ম । এম ভারত নিউজ

আজ ইয়াসে বিধ্বস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এগিয়ে এলেন, ৮৯ নং ওয়ার্ডের ১৯৫ ও ১৯৫-A পার্টের কিছু যুবক। যৎসামান্য রেশন, জল এবং জামাকাপড় নিয়ে ” ত্রাণ উৎসবে” সামিল হয়ে নামখানা ব্লকের মদনগঞ্জ গ্রামে পৌঁছান তাঁরা। আজকের এই ত্রাণ উৎসবে উদ্যোক্তা হিসেবে ছিলেন, তৌহিদ, জোহেব, তানবির, নূর, বিনোদ, সন্টু, মেহবুব,তারিক। শুধু […]

Subscribe US Now

error: Content Protected