Read Time:1 Minute, 23 Second
করোনা আবহে হেঁসেলে টান পড়েছে বহু মানুষের । তার মধ্যে ফের চিন্তা বাড়ালো গ্যাসের দাম । এ-মাসে ভর্তুকিবিহীন গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম একই থাকবে বলে জানানো হলেও আচমকাই গতকাল মঙ্গলবার মাঝরাতে মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি । যা এ-মাসে লাগু হচ্ছে । অর্থাৎ চলতি মাসেই এই নতুন দামে সিলিন্ডার কিনতে হবে আম জনতাকে । তবে, কত টাকা ভর্তুকি মিলবে, তা এখনও জানানো হয়নি । ভর্তুকিবিহীন ১৪.২ কিলোগ্রাম গার্হস্থ্য এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা, এখন ৫০ টাকা বৃদ্ধি পেয়ে এর নতুন দাম হয়েছে ৬৭০.৫০ টাকা । ৫ কিলো সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়ানো হয়েছে, এর নলতুন দাম হল ২৪৮.৫০ টাকা । নন-ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে ৫৫ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে, এর নতুন দাম হয়েছে ১৩৫১.৫০ টাকা।
