আগামী ১৫ এবং ১৬ মার্চ দেশময় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । ফের ব্যাংক ধর্মঘটের ডাক দিল ব্যাংকের কর্মচারীরা। ২ দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের জেরে ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হতে চলেছে ৷ কেন্দ্রীয় নীতি এবং ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদেই এই ধর্মঘট বলে জানিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। চলতি বছর বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দুটি সরকারি ব্যাঙ্ককে বেসরকারিকরণ করার ঘোষণা করেছেন ৷ তাই সেই বিষয়ে প্রতিবাদ জানিয়ে আগামী দিনে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ব্যাংকের কর্মচারীদের তরফ থেকে । শনি-রবিবার এমনি বন্ধ থাকবে তবে সোম এবং মঙ্গলবার ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ।

ব্যাংক ধর্মঘটে সামিল হওয়া সমস্ত ইউনিয়ন গুলির বক্তব্য দেশের এই পরিস্থিতিতে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে রক্ষা করা আমাদের সর্বোৎকৃষ্ট দায়িত্ব। তাই কেন্দ্রে দৃষ্টি আকর্ষণের জন্যই কেন্দ্রের বিরুদ্ধে এই ধর্মঘট করার প্রস্তাব দেওয়া হয়েছে। জেনারেল ইন্সুরেন্স সহ বিমা সংস্থার ৭৪% শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগ্রাসী মনোভাব নিয়ে কেন্দ্র দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করে চলেছে। আগামী দিনে দেশ ক্ষতির মুখে পড়তে চলেছে তা থেকে দেশকে বাঁচানোর জন্যই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।