৫০-এ দ্বিতীয়বার বাবা হলেন অর্জুন রামপাল। এম ভারত নিউজ

admin

অর্জুন দাবি করেন, গ্যাব্রিয়েলাই নাকি বিবাহবন্ধন চান না, বরং এ ভাবেই পরস্পরের পাশে থেকে জীবনের বাকি পথটা পেরিয়ে যেতে চান।

0 0
Read Time:3 Minute, 4 Second

এপ্রিল মাসেই জানা গিয়েছিল ফের বাবা হতে চলেছেন অভিনেতা অর্জুন রামপাল। গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের কোলে এল দ্বিতীয় সন্তান। দ্বিতীয় বারের জন্য মা হলেন অর্জুন বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজ। পুত্র সন্তানের মা হলেন গাব্রিয়েলা। সংসারে নতুন অতিথি আসার খবরে নিজেই দিলেন অভিনেতা। তিনি নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘আমার পরিবার এবং আমার জীবনে একটা ফুটফুটে পুত্র সন্তান এল। মা আর ছেলে দুজনেই ভালো আছে।’ এই নিয়ে চতুর্থ বারের জন্য পিতা হওয়ার সুখ পেলেন অভিনেতা।

২০১৮ সাল থেকে একে অপরকে চেনেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দু’দশকের দাম্পত্য জীবনে ইতি টানেন বলিউড অভিনেতা। তাঁদের দুই মেয়ে মাহিকা ও মায়রা রামপাল। মেহরের সঙ্গে বিবাহবিচ্ছেদের কয়েক মাস পরেই অর্জুন ও গ্যাব্রিয়েলার কোলে আসে তাঁদের প্রথম সন্তান অ্যারিক। কয়েক মাস আগে জানা গিয়েছিল, তিনি ফের সন্তানসম্ভবা। তবে এখনও নিজেদের সম্পর্ককে আইনি ভাবে স্বীকৃতি দেননি, তা হলে কি সংসারে অনীহা তাঁদের? অর্জুন দাবি করেন, গ্যাব্রিয়েলাই নাকি বিবাহবন্ধন চান না, বরং এ ভাবেই পরস্পরের পাশে থেকে জীবনের বাকি পথটা পেরিয়ে যেতে চান।

প্রসঙ্গত এখন বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা অর্জুন রামপাল। বলিউডে বরাবরই তাঁর চাহিদা তুঙ্গে। তবে ভক্তরা খুব একটা বেশ সময়ের জন্য তাঁকে পর্দায় পায়নি। বেশ কিছুটা বিরতি নিয়েই কাজ করতে পছন্দ করেন অর্জুন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের ছবি ধকড়ে। বর্তমানে তিনি পেন্টহাউজ-এর কাজ নিয়ে ব্যস্ত। বেশ কিছু ওটিটি সিরিজের বিষয়ও কথা চলছে তাঁর সঙ্গে। সব মিলিয়ে এখন বেশ ব্যস্ত অর্জুন। তবে এখন পরিবারকে কিছুটা সময় দেওয়ার পালা।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দিল্লিতে মমতা, বাংলায় অভিষেক, সুদীপের মন্তব্যে কীসের ইঙ্গিত? এম ভারত নিউজ

‘মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশকে নেতৃত্ব দেবেন। আর বাংলাকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ একুশের মঞ্চে তৃণমূলের প্রবীণতম সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে জোর চর্চা। তৃণমূলে বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল যে, অভিষেক দলের সাংগঠনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি রাজ্যের প্রশাসনিক দায়িত্বেও বড় ভূমিকায় আসছেন। ‌সুদীপের কথায় সেই জল্পনার […]

You May Like

Subscribe US Now

error: Content Protected