টানা ১২৭ ঘন্টা নেচে বিশ্ব রেকর্ড ভারতীয় তরুণীর। এম ভারত নিউজ

admin

টানা পাঁচ দিনে ১২৭ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড গড়েছে ভারতের এক কিশোরী।

0 0
Read Time:2 Minute, 32 Second

টানা পাঁচ দিনে ১২৭ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড গড়েছে ভারতের এক কিশোরী। ১৬ বছর বয়সী ওই কিশোরীর নাম শ্রুস্তি সুধির জগতপ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক স্বপ্নীল দাঙারিকর জানিয়েছেন, শ্রুস্তি তার কলেজ অডিটোরিয়ামে টানা পাঁচ দিনের ম্যারাথনে মোট ১২৭ ঘণ্টা নেচেছে। অডিটোরিয়াম ভর্তি দর্শক তার নাচ দেখেছে।

স্বপ্নীল বলেন, “এই রেকর্ড করতে গিয়ে তার ক্লান্ত হয়ে পড়া খুব স্বাভাবিক ছিল। কিন্তু তার বাবা মা তার সঙ্গে দারুণভাবে সহযোগিতা করেছে। মেয়ের মুখ জল দিয়ে বারবার ধুয়ে দিয়েছে এবং তাকে সতেজ রাখতে নানাভাবে চেষ্টা করেছে। সবমিলিয়ে দারুণ মনোমুগ্ধকর পারফরম্যান্স ছিল।”

গিনেস রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রুস্তি গত ২৯ মে তার নাচ শুরু করে। শেষ হয় জুনের ৩ তারিখে। শ্রুস্তি জানিয়েছে, সে বিশ্ব রেকর্ড গড়ার জন্য কত্থক নাচকে বেছে নিয়েছিল। সে বলেছে, “আমি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতেই এই নাচকে বেছে নিয়েছিলাম।”

বিশ্ব রেকর্ড গড়ার আগে শ্রুস্তিকে টানা ১৫ মাসের দীর্ঘ অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার দাদার কাছ থেকে শেখা যোগ নিদ্রা তার মস্তিষ্কের ডেল্টাওয়েভ সক্রিয় করতে সহায়তা করেছে। পাশাপাশি তার ঘুমের গভীরতা বাড়িয়েছে এবং শরীর পুনর্গঠনে সাহায্য করেছে। এ ছাড়া সে প্রতিদিন ৪ ঘণ্টা মেডিটেশন, ৬ ঘণ্টা নাচ এবং ৩ ঘণ্টা অন্যান্য অনুশীলন করেছে।

এর আগে, টানা নাচের রেকর্ডটি দখলে ছিল এক নেপালি তরুণীর। বন্দনা নেপাল নামে ওই তরুণী ২০১৮ সালে টানা ১২৬ ঘণ্টা নেচেছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিতর্কের মাঝেই প্রথম দিনেই একশো কোটির দৌড়ে 'আদিপুরুষ'। এম ভারত নিউজ

মুক্তির পরেই কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না 'আদিপুরুষ'-এর।

Subscribe US Now

error: Content Protected