তিহারে বিহার করাবে ইডি। অনুব্রতকে খোঁচা বিরোধীদের । এম ভারত নিউজ

admin

অনুব্রত মণ্ডলকে এবার ইডি দিল্লি নিয়ে যেতে পারবে। এমনটাই সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানিয়ে দিয়েছে।

0 0
Read Time:2 Minute, 48 Second

অনুব্রত মণ্ডলকে এবার ইডি দিল্লি নিয়ে যেতে পারবে। এমনটাই সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানিয়ে দিয়েছে। এই নিয়ে ইডির প্রস্তুতিপর্ব শুরু। তবে এবার তাঁর ঠাইও কি তিহারে হতে চলেছে! তৈরি হয়েছে জল্পনা। পঞ্চায়েত ভোটের আগে জেলা সভাপতি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ বীরভূম তৃণমূলের জন্য় একটা বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। এমনটা হলে দলের কর্মীদের কে দেবেন ‘গুড় বাতাসা’! তবে এত কিছুর পরও তৃনমূল দল কেষ্টর পাশেই আছে বলে সূত্রের খবর। বীরের সম্মান দিয়ে তাঁকে জেল থেকে বের করে আনতে মরিয়া গোটা দল। অনুব্রতর ফিরে আসার অপেক্ষায় তৃনমূল।

এদিকে আজ অনুব্রতকে দুবরাজপুর আদালতে তোলা হচ্ছে। শিবঠাকুর মণ্ডল নামক এক তৃনমূল কর্মী গতকাল অভিযোগ করেন যে, ২০২১-এর বিধানসভা ভোটের সময় বিজেপিতে যোগ দিতে পারেন, এই সম্ভাবনার কথা শুনে অনুব্রত দুবরাজপুরের পার্টি অফিসে তাঁকে ডেকে পাঠিয়ে তাঁর গলা টিপে ধরেন। এক বছর আগের এই ঘটনার অভিযোগ তিনি গতকাল করেছেন। আজ দুবরাজপুর আদালত চত্বর কমব্যাট ফোর্স সহ প্রচুর পুলিশি নিরাপত্তায় ঘেরা। আদালতের মূল সদর দরজাও বন্ধ করে দেওয়া হয়েছে। আজ অনুব্রত মণ্ডলের সাত দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল দুবরাজপুর আদালত।

ইতিমধ্যেই অনুব্রতর দিল্লিযাত্রা নিয়ে খোঁচা দেওয়া শুরু বিজেপি মহলের। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা বলেন, ‘বীরভূমের গরু চোর একদিন বলেছিলেন খেলা হবে। সেই খেলাই এখন ইডি শুরু করেছে। আর আমরা শুরু করব পঞ্চায়েতে খেলা।‘ আবার বিজেপির সুকান্ত মজুমদার অনুব্রতকে কটাক্ষ করে বলেছেন,’ এবার তিহারে গিয়ে একটু বিহার করে আসুক’।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শহরে কেন্দ্র-রাজ্য বৈঠক, ফের মুখোমুখি মোদি-মমতা। এম ভারত নিউজ

আরও একবার মুখোমুখি হতে চলেছেন নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

Subscribe US Now

error: Content Protected