চাঁদের আরও কাছে, আজ সন্ধ্যায় কক্ষপথে ঢুকবে ‘চন্দ্রযান-৩’। এম ভারত নিউজ

admin

‘ইসরো’র তরফে চন্দ্রযানের গতিবিধির যাবতীয় আপডেট দেওয়া হচ্ছে

0 0
Read Time:3 Minute, 35 Second

গুটি গুটি পায়ে চাঁদমামার দিকে এগিয়ে যাচ্ছে ‘চন্দ্রযান-৩’। আজই চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে ‘চন্দ্রযান-৩’। লুনার অরবিট ইঞ্জেকশনের অপারেশন চালাবে ‘ইসরো’। আগামী ১৭ অগস্ট প্রপালেশন মডিউল থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে, আগামী ২৩ অগস্ট বিকেলে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযানের ল্যান্ডার ‘বিক্রম’। ‘ইসরো’র তরফে চন্দ্রযানের গতিবিধির যাবতীয় আপডেট দেওয়া হচ্ছে। আজই একটি টুইট করা হয়েছে ‘ইসরো’র তরফে। সেই টুইটে লেখা হয়েছে, “হ্যালো, আমি ‘চন্দ্রযান-৩’, বিশেষ একটা আপডেট নিয়ে এসেছি। আমি সবাইকে জানাতে চাই যে এখনও অবধি আমার যাত্রাপথ খুবই উপভোগ্য। আজ সন্ধে সাতটা নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছি। আমি কোথায় রয়েছি, কী করছি, তা জানতে নজর রাখুন।” ঘটনাচক্রে, আজ শনিবারই চাঁদের মাটিতে প্রথম পা রাখা আমেরিকার মহাকাশচারী নীল আর্মস্ট্রংয়ের জন্মদিন।

৬ অগস্ট রাত ১১টায় চাঁদের দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করবে ‘চন্দ্রযান-৩’। চাঁদের তৃতীয় কক্ষপথে পৌঁছবে আগামী ৯ অগস্ট, দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ। ১৪ অগস্ট চাঁদের চতুর্থ কক্ষপথে প্রবেশ করবে। ১৬ অগস্ট পঞ্চম কক্ষপথ পার করার পর ১৭ অগস্ট চাঁদের ১০০কিলোমিটারের মধ্যে চলে আসবে চন্দ্রযানটি। ডি-অরবিটিং প্রক্রিয়া শুরু হবে ২০ অগস্ট। এই ডি-অরবিটিং প্রক্রিয়া হল চাঁদের পৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া। আগামী ২৩ অগস্ট বিকেলে চাঁদের বুকে নামবে ল্যান্ডার ‘বিক্রম’।

বিশেষজ্ঞরা বলছেন, অঙ্কের ভুলে যদি চন্দ্রযান-৩ শেষ পর্যন্ত চাঁদের কক্ষপথে পৌঁছতে না পারে, তবে তা আবার ঘুরে চলে আসবে পৃথিবীর কক্ষপথে। কিন্তু সেখান থেকে তাঁকে আবার চাঁদে পাঠানোর মতো জ্বালানি আর থাকবে না। সে ক্ষেত্রে ‘চন্দ্রযান-৩’কে ব্যর্থ অভিযান বলেই ধরে নেওয়া হবে। তবে কি ‘চন্দ্রযান-৩’ পৃথিবীর কক্ষপথেই চিরকাল ঘুরে যাবে? বিশেষজ্ঞরা বলছেন, তখন ‘ইসরো’র প্রয়াস হবে, পৃথিবীর কক্ষপথ থেকে ‘চন্দ্রযান-৩’কে ভূপৃষ্ঠে ফেরানো।

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার ‘সতীশ ধাওয়ান স্পেস সেন্টার’ থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় ‘চন্দ্রযান-৩’। এরপর মহাকাশের একের পর এক ধাপ পার করেছে চন্দ্রযান। আজ অবশেষে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে ‘চন্দ্রযান-৩’। লুনার অরবিটে প্রবেশের পর পাঁচবার কক্ষপথ বদল করবে ‘চন্দ্রযান-৩’। এরপরে তা ধীরে ধীরে চাঁদের কাছে পৌঁছবে। আপাতত চন্দ্রযানের লক্ষ্য, ১০০ কিলোমিটারের গোলাকার কক্ষপথে পৌঁছনো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অবাক কাণ্ড! ৮ ফুট উচ্চতার আইফোন, বিশ্ব রেকর্ড ইউটিউবারের। এম ভারত নিউজ

ফোনটিকে 'চলমান সিনেমা হল' বললেও ভুল কিছু বলা হবে না। ফোনটির বিশেষত্ব হল,

Subscribe US Now

error: Content Protected