Read Time:1 Minute, 12 Second
করোনা আক্রান্ত ৬৪ বছর বয়সী বলিউড অভিনেতা তথা পাঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল । বর্তমানে কুলুতে আইশোলেশনে রয়েছেন তিনি । নিজের অসুস্থতার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা সবাইকেই আইশোলেশনে থাকার কথাও বলেছেন । সম্প্রতি কাঁধে অস্ত্রোপচারের পর বন্ধুবান্ধব নিয়ে দিন কয়েকের ছুটিতে কুলু এসেছিলেন তিনি। মুম্বই রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে । তাঁর শারীরিক অসুস্থতার কথা নিশ্চিত করেন হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব অমিতাভ অবস্থি । সেই কারনে আপাতত আরও বেশ কয়েকটা দিন কুলুতেই কাতাতে হবে তাঁকে । তবে, এখন তিনি কিছুটা ভালো আছেন বলেই জানা গেছে ।
