করোণায় মৃত্যুমিছিল অব্যাহত দেশ জুড়ে। সেই তালিকায় রেহাই পাচ্ছেন না বিধানসভা নির্বাচনের প্রার্থীরাও। নির্বাচনের মাঝেই করোণা প্রাণ কাড়ল আরো এক প্রার্থীর। ভোট যুদ্ধের আগেই জীবন যুদ্ধে হার মানলেন মুর্শিদাবাদ এর জঙ্গীপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। আগামী ২৬শে এপ্রিল ভোট হওয়ার কথা ছিল এই কেন্দ্রে। তার আগেই শুক্রবার ১৬ই এপ্রিল করোণা আক্রান্ত হয়ে প্রান হারালেন তিনি। এক প্রার্থীর মৃত্যুতে থমকে গেল জঙ্গীপুরের নির্বাচন।
পেশায় আইনজীবী প্রদীপ নন্দী ছিলেন জঙ্গীপুরের আরএসপির স্থানীয় সম্পাদক। মনোনয়ন জমা দেওয়ার পরই জ্বরে আক্রান্ত হন তিনি। আরো বেশ কিছু উপসর্গ নিয়ে ভর্তি হন বহরমপুর মেডিক্যাল কলেজে। এরপর আজ সন্ধ্যা ৬টা ৫মিনিট নাগাদ সেখানেই মৃত্যু হয় তাঁর। যার ফলে কার্যতই স্থগিত হয়ে গেল এই কেন্দ্রের নির্বাচন। প্রদীপ নন্দীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংযুক্ত মোর্চা শিবিরে। গোটা রাজ্যে রোজই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই অতীত রেকর্ড ভাঙছে। এমন পরিস্থিতিতে আট দফাতেই ভোট হবে বলে নিশ্চিত করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে এদিন নয়া নির্দেশিকা জারি করে কমিশন বলে দেয়, সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ভোট প্রচার করতে পারবে না কোনও দল। করোনা সংক্রমণ রুখতেই এই নয়া সিদ্ধান্ত কমিশনের।