করোনাকালের এই কঠিন পরিস্থিতিতে একের পর এক মৃত্যুর সংবাদ মুশরে দিচ্ছে দৈনন্দিন জীবনকে। এবার না ফেরার দেশে চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং আইপিএস অফিসার রচপাল সিং। জানা যায় আজ ভোরেই কলকাতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূলের এই প্রাক্তন নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, “রচপাল সিং-এর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল। প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। এই অঞ্চলের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। আমি ওঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। “

রাজ্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে রচপাল সিং -এর সম্পর্কটা দীর্ঘদিনের । নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময় মুখ্যমন্ত্রীর পাশে থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন রচপাল সিং। ১৯৭৪ ব্যাচের এই আইপিএস নিজের চাকরি জীবন থেকে অবসর নিয়ে রাজ্য রাজনীতিতে পদার্পণ করেন।পরবর্তীতে উচ্চপদস্থ কর্মী নিয়োগের ক্ষেত্রে পুলিশী দুর্নীতির কথা সর্বসমক্ষে নিয়ে আসেন তিনি।জানাযায়, পরপর দু’বছর তারকেশ্বরের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১১ এবং ২০১৬ দুই বছরই তারকেশ্বর কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন তিনি। এছাড়াও পর্যটন এবং পরিকল্পনা দপ্তরের মন্ত্রী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। শেষ পর্যন্ত রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি।