শনিবার ভোর রাত্রে আগুন লাগল গুজরাটের একটি কোভিড হাসপাতালে, জানা গেছে এই ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ১৮ জন রোগীর । দেশে করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে। আরেকদিকে করোনা মহামারীর এই কঠিনতম সময়ে, কিছুদিন পরপরই বিভিন্ন হাসপাতালে আগুন লাগার খবর সামনে আসছে। গতকাল রাত্রে ১টা নাগাদ এই ঘটনার সূত্রপাত ঘটলে প্রায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বেশ কিছু জন।
কেবলমাত্র অগ্নিদগ্ধ হয়ে নয় পাশাপাশি কালো ধোঁয়ার কারণে অনেকেই শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় পড়েছেন এবং গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জানা গেছে আমেদাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে ভুরুচজাম্বুসার হাইওয়ের উপর অবস্থিত এই কোভিড হাসপাতালটি। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে গত কয়েকদিনে করোনা সংক্রমণের মাত্রা বৃদ্ধি হওয়ার কারণে হাসপাতালের বেড সংখ্যা বাড়ানো হয়েছে । ফলে রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অক্সিজেনের চাহিদাও বেড়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে, পাঁচ তলা এই হাসপাতালে কোন তলা থেকে আগুন ধরেছে এখনও পর্যন্ত সে বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। জানা যায় রাত্রি ১টা নাগাদ সর্বপ্রথম কোভিড ওয়ার্ড থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তারপর সেই আগুন দ্রুত গতিতে সারা হাসপাতালে ছড়িয়ে পড়ে ।প্রথমে স্থানীয়রাই নিজ তৎপরতায় সমস্ত ওয়ার্ডের রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রত্যেকটি ওয়ার্ডে ঢোকা সম্ভব হয়নি। তাই কিছু রোগী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। প্রত্যেকটি ওয়ার্ড থেকে যে সমস্ত রোগীদের বাঁচানো সম্ভব হয়েছে তাঁদেরকে ইতিমধ্যেই অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে ধারণা করা হয়েছে মূলত শর্ট সার্কিটের কারণেই এই বিধ্বংসী আগুনের সূত্রপাত হয়েছে বলে।