নিউজিল্যান্ডে সুপার মার্কেটে হামলা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

একদিকে আতঙ্কে দিন কাটাচ্ছে আফগানিস্তান, অন্যদিকে ছুরি ও গুলির লড়াই চলল নিউজিল্যান্ডের সুপার মার্কেটে। ঘটনাসুত্রে জানা যায়, অকল্যান্ডের মার্কেটে এক ব্যক্তি উপস্থিত মানুষদের এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ গুলি চালাতে বাধ্য হন। সে দেশের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্দান জানান, শ্রীলঙ্কা নিবাসী ওই ব্যক্তি আসলে ইসলামিক স্টেট গ্রুপের এক সদস্য। বিগত ১০ বছর তিনি নিউজিল্যান্ডের বাসিন্দা। রয়টার্স সূত্রে জানা যায় ওই ব্যক্তির উপর অনেকদিন ধরেই নজরদারি চলছিল।এদিন সন্দেহভাজন ওই ব্যাক্তিকে অকল্যান্ডের নিউ লিন মার্কেটে প্রবেশ করতে দেখে পুলিশ।

এমন সময় ওই ব্যক্তি ব্যাগ থেকে ছুরি বের করে কিছু বুঝে ওঠার আগেই সামনে যাকেই পান আঘাত করতে শুরু করেন। পুলিশ তাকে আত্মসমর্পণের প্রস্তাব দিলেও সে না মানায় পুলিশ গুলি চালায়। পুলিশ কমিশনার অ্যান্ড্রু কোস্টার বলেন,হামলার ৬০ সেকেন্ডের মধ্যে আমরা হামলাকারীকে খতম করে দিই।২০১৯ সালের এক সন্ত্রাসী নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে খুন করেন। তারপর থেকেই কড়া দেশের প্রশাসন। আজকের হামলার সঙ্গে সেই ঘটনার কোনো যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সুপার মার্কেটের প্রত্যক্ষদর্শীদের মতে, ” এক ব্যক্তি ছুরি নিয়ে ঘুরছে,পুলিশ পরপর ৬ টি গুলি চালায়।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিশ্বভারতী কান্ডে নয়া নির্দেশ হাইকোর্টের । এম ভারত নিউজ

বিশ্বভারতী মামলায় অন্তবর্তীকালীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তৎপর হওয়ার নির্দেশ দিল আদালত। ইতিমধ্যেই উপাচার্যের বাড়ির সামনের অবস্থান বিক্ষোভ সরানোর নির্দেশ দিল আদালত। এছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটার এলাকার মধ্যে কোনো রকম কোনো বিক্ষোভ দেখানো যাবে না বলেই জানা যাচ্ছে। পাশাপাশি […]
news_1430

Subscribe US Now

error: Content Protected