বালাকোট স্ট্রাইকের ব্যাপারে পূর্বাভাষ পেয়েছিলেন অর্নব গোস্বামী ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 44 Second

টেলিভিশন রেটিং পয়েন্ট জালিয়াতি মামলায় গ্রেফতার হওয়া BARC-এর প্রাক্তন কর্তা পার্থ দাশগুপ্ত ও অর্ণব গোস্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট এখন ভাইরাল নেটদুনিয়ায়। সূত্রের খবর অনুসারে এরকম বহু ঘটনার ঘটে যাওয়ার আগেই পূর্বেই সেই বিষয়ে খবর পেতে অর্ণব গোস্বামী। চ্যাটের কথা অনুসারে পরিষ্কার বোঝা যায় , সাধারণ স্ট্রাইকের থেকে অনেক বড়ো মাপের স্ট্রাইক হতে চলেছে ,এরকম আঁচ আগেই করেছিলাম টিভি রিপোর্টার অর্ণব গোস্বামী। স্ক্রীনশট ফাঁস হবার পর থেকেই নেটদুনিয়া উত্তাল । বালাকোট হামলার ব্যাপারে কিভাবে জানলেন অর্ণব গোস্বামী , তাও আবার এত আগে থেকে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। তার নামে চার্জশিট দায়ের করা মুম্বাই পুলিশের তরফ থেকে। এই ৩ হাজার ৬০০ পাতার সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রায় ৫০ পাতা জুড়ে রয়েছে এঁদের দু’জনের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ন্যাপশট। ধারণা করা হচ্ছে মুম্বাই পুলিশের কাছ থেকেই ছড়িয়ে পড়েছে এই স্ক্রীনশটের অংশগুলি।

জাতীয় সুরক্ষা থেকে শুরু করে অন্যান্য নানান হামলার ব্যাপারে আগে থেকেই খবর পেতেন অর্ণব গোস্বামী। এমনকি বালাকোট এয়ার স্ট্রাইক এর কথা তিনদিন আগে থেকেই খবর পেয়েছিলেন তিনি, এই বিষয়ের প্রেক্ষিতে অনেকেই বলেছেন, তাহলে কি পুলবামা অ্যাটাক এর ব্যাপারে ও আগে থেকেই অবগত ছিলেন তিনি? তার হোয়াটসঅ্যাপে কোন এক অজ্ঞাত AS নামক ব্যাক্তির সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় সম্পর্কিত আলোচনা ও সামনে এসেছে। এই স্ক্রিনশট সামনে আসার পর থেকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান এইরূপ ঘৃণ্য অপরাধের জন্য আইন মাফিক দীর্ঘমেয়াদি সময় জেলে কাটাতে হবে রিপাবলিক টিভির কর্ণধার কে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উইন্টার কেটু এক্সপিডিশন শেষ পর্যন্ত সফল হল । এম ভারত নিউজ

১৯৮০ সালে , সর্বপ্রথম শীতকালে এভারেস্ট জয় করা সম্ভব হয়েছিল। যদিও শীতকালে এর আগে প্রথম বারের মত পা রেখেছিলেন পোলান্ডের পর্বতারোহী জার্জি কুকোজকা ও ক্রিস্টফ উয়েলেস্কি। তার পর প্রহর থেকেই গুনেছিল সারা বিশ্বের পর্বতারোহী মহল ।৮৬১১ মিটার শৃঙ্গের উপত্যকায় পৌঁছনো টাই ছিল ঐতিহাসিক। তাছাড়া ৮ হাজার মিটার এর উপরের উচ্চতায় […]

Subscribe US Now

error: Content Protected