0
0
Read Time:58 Second
দীর্ঘ লকডাউনের পর অবশেষে ৭ মাস পর খুলল শবরীমালা মন্দির। তবে করোনাকালে মন্দিরে প্রবেশ করতে গেলে মানতে হবে একাধিক বিধি। কোভিড নেগেটিভ হতে হবে দর্শনার্থীকে। পড়তে হবে মাস্কও।মন্দির কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন আড়াইশোর বেশি পুণ্যার্থীকে ঢুকতে দেওয়া হবে না মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে শুধুই ১০ থেকে ৬০ বছর বয়সিদের। ৬০ বছরের বেশি বয়সের কাউকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে। অন্যদিকে, নবরাত্রির দিন থেকে খুলে গেল অসমের কামাখ্যা মন্দিরও। সেখানেও থাকছে একাধিক করোনাবিধি।