1
0
Read Time:1 Minute, 12 Second
সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন রিপাবলিক টেলিভিশনের প্রধান সম্পাদক তথা অর্ণব গোস্বামী। তাঁদের ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন দেওয়া হচ্ছে। সেইসঙ্গে অভিযুক্ত আরও দু’জনকেও জামিন দিয়েছে শীর্ষ আদালত।
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, ‘বম্বে হাইকোর্ট অর্ণব গোস্বামী সহ-তিন অভিযুক্তকে জামিন না দিয়ে ভুল করেছে।’ পুলিশ কমিশনারকে অবিলম্বে এই নির্দেশ অনুসারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সোমবার বম্বে হাইকোর্টে জামিন নাকচ হওয়ার পরই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অর্ণব গোস্বামী।২০১৮ সালে এক ইন্টিরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে।