নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়া জেলাজুড়ে শনিবার পালন হচ্ছে ঐতিহাসিক ‘মে দিবস’। শিল্প নগরী হাওড়ার দাশনগর আরতি কটন মিল,বাউড়িয়া ফোর্ট গ্লষ্টার,বালির মোহেদেও মিল সহ একাধিক নামী কোম্পানির বামপন্থী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এদিন কারখানা চত্বরে মে দিবস পালিত হয়। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ। শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন।
দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত। প্রসঙ্গত উল্লেখ্য হাওড়ার পাশাপাশি, ডোমজুড় ,লিলুয়া,সাঁকরাইলের ধুলাগড়,উলুবেড়িয়া, বীরশিবপুর,বাগনান,উদয়নারায়নপুর,আমতা সহ একাধিক এলাকায় আজকের দিনটি পালন করে স্থানীয় বামফ্রন্ট নেতৃত্ব। দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদান করে এই দিনটি পালন করে স্থানীয় শ্রমিক নেতৃত্ব।বরাবরই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে দিনটি পালিত হলেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতবারের মতো এ বছরও সব ধরনের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ দিবসটির পূর্বঘোষিত সব ধরনের বহিরাঙ্গন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে ইতিমধ্যেই, বাংলাদেশসহ সারা বিশ্বের সমস্ত শ্রমজীবী মানুষদের কুর্নিশ জানিয়েছে।