নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীর সভার পরই তাঁর ঘনিষ্ঠ তিন তৃণমূল নেতার নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নিল নবান্ন। এঁদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন।এদিন মোসারফ সাহেব ছাড়াও নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের ও মেঘনাথ পালের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শুভেন্দুর সভার অন্যতম আয়োজক ছিলেন তাঁরা। ছিলেন ওই সভার মঞ্চেও। নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেনেরও। গত রবিবার খড়গ্রামে শুভেন্দুর সভার প্রধান আয়োজক ছিলেন তিনি।এই ঘটনায় রাজ্যপাল টুইটে লিখেছেন, রাজনৈতিক চাপে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপধিপতির নিরাপত্তা প্রত্যাহার উদ্বেগজনক। নিরাপত্তার ক্ষেত্রে লেনদেনের অঙ্ক চলে না। এই ঘটনা প্রমাণ করে পশ্চিমবঙ্গ পুলিশ ও স্বরাষ্ট্র দফতর রাজনৈতিকভাবে প্রভাবিত ও অসাংবিধানিক।