এখনও গরম আবহাওয়া সীমান্তে। লাল-ফৌজের অনড় মনোভাবের ফলে শীতের প্রবল ঠান্ডাতেও লাদাখের অধিক উচ্চতায় সীমান্ত পাহারা দেবেন সেনা জওয়ানরা। আর তাই সেনা জওয়ানদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য প্রস্তুতি সেরে রাখা হল। বুধবার ভারতীয় সেনার তরফে এমনটাই জানানো হয়েছে। শীতে যে স্থানে মাইনাস ৩০-৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সেখানে ডিউটি দিতে হবে সেনাকে। স্বাভাবিকভাবেই তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে অত্যাধুনিক তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। যেখানে প্রবল ঠান্ডায় গরম তাঁবু, থাকবে গরম জল ও আলো।
ভারতীয় সেনা মনে করছে, এপ্রিল থেকে চিনের সঙ্গে যে সংঘাত চলছে, তা মেটার নাম গন্ধ নেই। আর এখনই সীমান্তে উত্তেজনা প্রশমিত হবে না বলেই মত তাঁদের। তাই দীর্ঘকালীন মেয়াদেই এই বন্দোবস্ত করা হয়েছে।প্রবল ঠান্ডায় সীমান্তে কর্তব্যরত জওয়ানরা যাতে ভালোভাবে কাজ করতে পারে তাই ভারতীয় সেনার পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি জওয়ানদের যে কোনও প্রয়োজনে তা পূরণের জন্য সেনার তরফে আবারও উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে ভারতীয় সেনা। এর আগেই আমেরিকা থেকে তীব্র ঠান্ডায় পরার পোশাক আমদানি করেছে ভারত। লেমোয়ার অন্তর্গত ১৫ হাজার সেট পোশাকের অর্ডার দেয় ভারত। এবার সেনাবাহিনী যাতে ভালো ভাবে থাকতে পারে, সেই ব্যবস্থাও করা হল।