আজ ৭২ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, ঠিক তেমনি লাদাখের পালিত হচ্ছে আজকের দিনটি। ইন্দো- তিব্বত সীমান্তে ভারতের যে সকল জওয়ান মোতায়েন আছেন তাঁদের বেশ কয়েকজন মিলে লাদাখের একটি হিমায়িত জলাশয় এর উপর অনুষ্ঠিত করলেন কুচকাওয়াজ। খুব সকাল থেকে শুরু হয়ে যায় এই কুচকাওয়াজের উদ্যোগ নেন তাঁরা ।পাশাপাশি বিভিন্ন কারণে মেডেল প্রাপ্ত হয়েছেন তাদের কেউ তাঁদের যথাযোগ্য সম্মান দেওয়া হয় আজকের দিনে।

সহকারী কমান্ড্যান্ট অনুরাগ কুমার সিংহ এবং ডেপুটি কমান্ড্যান্ট রাজেশ কুমার লুথ্রা, এই দু’জনকে বীরত্বের জন্য পুলিশ মেডেল দেওয়া হয়। পাশাপাশি তিনজনকে রাষ্ট্রপতির পুলিশ মেডেল এবং বিশিষ্ট সেবার জন্য পুলিশ মেডেল দিয়ে সম্মানিত করা হয় । চীন আগ্রাসনের বিরুদ্ধে ভারতের এই বাহিনীর দুঃসাহসিক অভিযানের জন্য তাদেরকে বীরত্বের স্বীকৃতি দেয়া হয়। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স বা এসএফএফের বিষয়ে এখন পর্যন্ত খুব বেশি কথা হয়নি। তবে লাদাখে চলমান অভিযানে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের উল্লেখযোগ্য অবদান আছে বলেই মনে করে ভারত সরকার। সুবেদার নিয়মা তেনজিন ২০২০ সালের ২০ আগস্ট প্যাংগং লেকের দক্ষিণে অভিযানের সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হন। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ, সিয়াচেন হিমবাহ দখলের জন্য ১৯৮৪ সালে অপারেশন মেঘদূত ও ১৯৭১ সালের যুদ্ধের ক্ষেত্রে এক অনস্বীকার্য ভূমিকা পালন করেছে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স।