অলিম্পিকে সোনা জয়ের পর প্রথমবার তিলোত্তমায় পা দিলেন সোনার ছেলে নীরজ চোপড়া। বুধবার একটি বেসরকারি সংস্থার তরফে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরজকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি, দমকল মন্ত্রী সুজিত বসু, সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে।
এই অনুষ্ঠানে এসে নীরজ জানান প্যারিসে অলিম্পিকে সোনা জেতার পাশাপাশি নিজের বিশ্বরেকর্ড ভাঙায় তাঁর আপাতত পাখির চোখ। এদিন নীরাজ জানান, “সোনা জিতেছি। ২০২৪ অলিম্পিক্সে লক্ষ্য থাকবে আরও ভাল কিছু করার। নিজের গড়া বিশ্বরেকর্ড নিজেই ভাঙার চেষ্টা করব। তবে সত্যি বলতে এবারে সোনা পাব তা ভাবিনি। ভাল ফল করাই লক্ষ্য ছিল।”

এই মরশুমে আপাতত আর কোনো ইভেন্টে নামছেন না তিনি। সেই কারণে এখনও প্রস্তুতি শুরু করেননি তিনি। এখনও প্রস্তুতি শুরু করিনি। নীরজ জানিয়েছেন, “এ বছর আর কোনও প্রতিযোগিতা নেই। তবে সামনেই কমনওয়েলথ গেমস, ডায়মন্ড লিগ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। তার জন্য প্রস্তুতি শুরু করতে হবে।”
দেশে খেলাধুলার অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,”অনেকেই একটা সময়ের পর লেখাপড়ার চাপে খেলাধুলো ছেড়ে দেয়। আমি কিন্তু তার উল্টোটাই করেছিলাম। খেলার জন্য লেখাপড়া বন্ধ করেছিলাম।” এদিন অনুষ্ঠানে নীরাজকে দমকল মন্ত্রী সুজিত বসু আসন্ন দুর্গাপুজোয় ফের শহরে আসার আমন্ত্রণ জানান। আপাতত প্যারিস অলিম্পিকে নীরজের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে আছে গোটা দেশ।