রাজ্যে আগত ঘূর্ণিঝড় যশ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আম্ফানের পর এবার যশ নিয়ে আগাম সর্তকতায় তৎপর রাজ্য কেন্দ্র উভয় সরকারই। আজ সকাল ১১ টায় হতে চলেছে এই উচ্চ পর্যায়ের বৈঠক, এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য মন্ত্রীরা। পাশাপাশি এই বৈঠকে উপস্থিত থাকবেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ঊর্ধ্বতন আধিকারিক, টেলিকম, বিদ্যুৎ, বিমান, এবং অর্থ মন্ত্রকের সচিবরা ।

ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে করা পূর্বাভাস অনুসারে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আগাম সর্তকতা অবলম্বন করা হয়েছে। এই দুই রাজ্য সরকারের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি এই দুই রাজ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। পাশাপাশি রাজ্যগুলির উপকূলবর্তী এলাকায় বসবাসরত মানুষদের অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। ওদিকে অস্থায়ী ত্রাণশিবির গুলিতে যাতে একাধিক মানুষের উপস্থিতির কারণে করোনা সংক্রমণ না ছড়ায় সেক্ষেত্রে থার্মাল গানের মাধ্যমে গায়ের তাপমাত্রা মেপে নেওয়ার পাশাপাশি, কড়া সর্তকতা অবলম্বনের কথাও জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে রেল মন্ত্রকের তরফে। ওদিকে রাজ্য সরকারের তরফেও উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।