0
0
Read Time:57 Second
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলীয় নেত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মিছিল করল যুব তৃণমূল। শুক্রবার পূর্ব মেদিনীপুর এগরায় কেন্দ্রীয় সরকার জনস্বার্থ নীতির বিরুদ্ধে পথে নামে এগরা শহর যুব তৃণমূল কংগ্রেস।এদিন মিছিলে পা মেলান বিধায়ক অখিল গিরিও। এদিন এগরা পুরসভার ডাক বাংলো ময়দান থেকে মিছিল শুরু হয়। পরে পুরো এগরা শহর পরিক্রমা করে ত্রিকোণ পার্কে এসে শেষ হয় মিছিল। সামাজিক বিধিনিষেধ না মেনেই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মত। মিছিল শেষে এগরাতে একটি সভার আয়োজন করা হয়।