Read Time:56 Second
করোনা আক্রান্ত ২০ বছর বয়সী ভারতীয় ফুটবলার বোরিস সিং । ২০১৭-তে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে তিনটির মধ্যে দুটি ম্যাচে খেলেছিলেন ইম্ফলের এই যুবক । বৃহস্পতিবার তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে । এখন মণিপুরে কোয়ারেন্টাইনেই রয়েছেন । আসন্ন আইএসএলে এটিকে মোহনবাগানের হয়ে খেলবেন বোরিস । এর আগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলেছেন ইনি । ২০১৮ সালে এটিকের হয়ে সই করেন এবং সেই বছরই স্পেনে অনুষ্ঠিত কোটিফ টুর্নামেন্টে আর্জেন্টিনার বিরুদ্ধে দলের হয়ে খেলেছেন । সেই ম্যাচে ২-১ গোলে ভারতেরই জয় হয় ।
