0
0
Read Time:1 Minute, 6 Second
দীপাবলির আলোয় যখন ঝলমল করছে গোটা শহর , তখনই বালিগঞ্জের বাড়িতে নেমে এসেছে নিকষ কালো অন্ধকার। গতকাল রাতেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ‘এভারগ্রিন’ সুব্রত মুখোপাধ্যায়। সকালে প্রথমে রবীন্দ্রসদন তারপর বিধানসভা ভবন ঘুরে শেষ পর্যন্ত নশ্বর দেহ প্রবেশ করলো বালিগঞ্জের বাড়িতে। সেখানে ইতিমধ্যেই অনুগামীরা ভিড় জমিয়েছেন । পাশাপাশি সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূলের প্রথম সারির অনেক নেতাই। সকলের প্রিয় ‘সুব্রতদা’কে শেষ দেখা দেখতে কার্যত কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে। সূত্রের খবর, দেহ বাড়িতে কিছুক্ষণ রাখার পরেই সেখান থেকে একডালিয়া এভারগ্রিন ক্লাবেও নিয়ে যাওয়া হবে তাঁর দেহ।