0
0
Read Time:1 Minute, 12 Second
করোনা-আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের আরও এক অফিসারের। গত দু’সপ্তাহ ধরে অসুস্থ থাকায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ছিলেন হরিদেবপুর থানায় কর্মরত এএসআই তুষারকান্তি কোলে। বৃহস্পতিবার ভোরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁর মৃত্যু হয়। লালবাজার সূত্রে খবর, একেবারে সামনের সারিতে থেকে করোনা-যুদ্ধে লড়ছিলেন তিনি। প্রয়াত সহকর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ৷ তাঁর মৃত্যুতে পুলিশ কমিশনার অনুজ শর্মা টুইট করে শোক প্রকাশ করেছেন। এখনও পর্যন্ত কলকাতা পুলিশের প্রায় আড়াই হাজার অফিসার, কর্মী এবং পদস্থকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রায় দু’হাজার কর্মী সুস্থও হয়ে উঠেছেন। মারা গিয়েছেন ১১ জন।