মাঝ আকাশে বিমান থেকে পড়ে মৃত্যু আফগান ফুটবলারের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 12 Second

প্রাণে বাঁচতে আফগান ছেড়েও শেষ রক্ষা হল না আফগানি ফুটবলারের। জানা যায় মাঝ আকাশে মার্কিনী বিমান থেকে পড়ে মৃত্যু হয় আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারীর। প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা। আর সেই কারণেই নিজেদের প্রাণ বাঁচাতে সেদিন অনেকেই ছুটে গিয়েছিলেন হামিদ কাজারি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। সেদিন মার্কিন বিমান ইউএসএএফ বোয়িং সি১৭ পৌঁছেছিল সে দেশে। মূলত মার্কিনীদের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছিল বাইডেন প্রশাসন। আর সেই বিমানে করে নিজেদের দেশ ছাড়ার জন্য উদ্যোগী হয়েছিলেন বহু আফগানিরাই।

প্রসঙ্গত উল্লেখ্য, সেদিন পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের। কেউ কেউ জোর করে উঠে পড়েন বিমানে কারুর কপালে জোটে মার্কিন সেনাদের গুলি । কেউ কেউ আবার বিমানে উঠতে না পেরে ঝুলে পড়েন বিমানের চাকা ধরে। আর তাঁদের মধ্যে অন্যতম ছিলেন এই আফগানি খেলোয়াড়। বিমান চলতে শুরু করার পরেও বিমানে উঠতে না পেরে অবশেষে বিমানের চাকা ধরে ঝুলে পড়েন তিনি। তবে মাঝ আকাশে ওঠা পর্যন্ত হাতের জোর সাথ দেয়নি তাঁর। সেই কারণেই মাঝ আকাশে বিমান থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। গতকাল এই বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত এক তথ্যে জানতে পারা গিয়েছে, ইতিমধ্যেই জেনারেল ডিরেক্টর অফ স্পোর্টস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য । এম ভারত নিউজ

বুকের বাঁ দিকে তীব্র যন্ত্রণা! হাসপাতালে উদ্দেশ্যে গাড়ি রওনাও দিয়েছিল ,তবে শেষ রক্ষা হল না। দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুক্তভোগী ছিলেন তিনি। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাখা হয়েছিল তাঁকে। এমনকি সুস্থ হয়ে বাড়ি ফিরে […]
News_836

Subscribe US Now

error: Content Protected